View Question 3555 views
Subject : সিলেট ২ আসনে গ্যাস সংযোগ প্রসঙ্গে।
Written By : Sheikh Yahya শেখ ইয়াহইয়া
সিলেটের ২আসনে গ্যাস সুবিধা পাওয়ার দাবি এখন পর্যন্ত দেখতেছি পাইপ লাইনেই সীমাবদ্ধ রয়েছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঘরে ঘরে গ্যাস সুবিধা পৌঁছে দিতে তিন বছর আগে ট্রান্সমিশন লাইন স্থাপন করার পরেও এলাকাবাসী গ্যাস সুবিধাপ্রাপ্তি থেকে বঞ্চিত। সিলেট ২ আসনে স্থাপিত পাইপ লাইনে কবে গ্যাস সরবরাহ করা হবে বা গ্যাস সংযোগের সর্বশেষ অবস্থা কী সিলেট ২ আসনের মাননীয় এমপি মহোদয় জনাব ইয়াহইয়া চৌধুরী এহিয়া সাহেবের কাছে জানতে চাই।
Written By : Md. Yahya Chowdhury -মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী
সিলেট ২ আসনে গ্যাস সংযোগ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী।
এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন শেখ ইয়াহইয়া। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাহ আলম সজীব।
এক লিখিত বার্তায় এমপি বলেন-