View Question 2278 views

Subject : বিশ্বনাথকে পৌরসভা করার জন্য অভিনন্দন

Avatar

Written By : AK Rajon

মাননীয় এমপি মহোদয় 

প্রথমে আমার সালাম ও অভিনন্দন গ্রহন করুন। আমি "আমার এমপির " মাধ্যমে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম বিশ্বনাথকে পৌরসভায় উন্নীতকরন প্রসঙ্গ এ আপনি এই সাইটের মাধ্যমে আপডেট জানিয়েছিলেন । আজকে আমরা অতি আনন্দিত যে আপনি আপনার কথা রেখেছেন বিশ্বনাথ এখন অফিসিয়ালি পৌরসভা যা ইতিমধ্যে গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে।  এই কঠিন কাজ করার পিছনে রয়েছে আপনার ইচ্ছা,  দূরদর্শিতা , মেধা , অক্লান্ত পরিশ্রম।  আপনার প্রতি আমরা চির কৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।