View Question 4716 views

Subject : 'বিশ্বনাথকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে"

Avatar

Written By : AK Rajon

মাননীয় এমপি মহোদয়, প্রথমেই আমার সালাম নিবেন। আমরা অনেক আনন্দিত যে আপনার মত একজন তরুন সাহসী, মেধাবী সংসদ সদস্য পেয়েছি। আমি তথা বিশ্বনাথ,বালাগঞ্জ, ওসমানি নগরের মানুষের প্রানের দাবি বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা প্রসঙ্গে জানতে চাইব। আশাকরি আপনার প্রানপণ প্রচেষ্টা খুব শীঘ্রই বিশ্বনাথবাসীকে সুখবর দিবেন। আপনি দয়া করে জানবেন কি পৌরসভা উন্নীতকরন কাজ কতদূর?? আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। একে রাজন বিশ্বনাথ,সিলেট।

Avatar

Written By : Md. Yahya Chowdhury -মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী

Public

ধন্যবাদ Amarmp.com কে, ধন্যবাদ জানাচ্ছি জনাব এ.কে রাজনকে জন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সদরকে পৌরসভায় রুপান্তরিত করার উদ্যোগ গ্রহন করি এবং সে লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ডিও লেটার প্রেরণ করি। আমার ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় গত বছরের জুন মাসে বিশ্বনাথ পৌরসভার সীমানা সার্ভ করে এবং প্রাথমিকভাবে বিশ্বনাথ পৌরসভার জন্য যে সীমানা নির্ধারণ করা হয়েছিলো সেখানে জনসংখ্যা হয়েছে ২৭ হাজার। আমি পুনরায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ডিও লেটার দেই এবং এর ফলে গত ০৪/০১/২০১৭ ইংরেজীতে মন্ত্রনালয় থেকে ডিসি অফিসের মাধ্যমে বিশ্বনাথ ইউএনও অফিসে চিঠি এসেছে। চিঠির মাধ্যমে জানানো হয়, একটা পৌরসভা গঠনের জন্য অন্যান্য সুযোগ সুবিধা থাকার পাশাপাশি নূন্যতম জনসংখ্যা ৫০ হাজার থাকা প্রয়োজন। আমরা মন্ত্রনালয় থেকে চিঠি পাওয়ার পর পৌরসভার সীমানা বাড়ানোর উদ্যোগ নিয়েছি যাতে সীমানার মধ্যে নূন্যতম ৫০ হাজার জনসংখ্যা থাকে। এবং আমি আশাকরি আগামী এক মাসের মধ্যে ডিসি অফিসের মাধ্যমে মন্ত্রনালয়ে "বিশ্বনাথ পৌরসভা" গঠনে গ্রহন করা যাবতীয় পদক্ষেপ সাবমিট করতে পারবো।