Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1964 views

Subject : ১নং রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে বিদ্যুৎ সংযোগ কবে দেওয়া হবে??

Avatar

Written By : A.k azad

তারিখ:২৩.০৩.২০১৭

বরাবর,

মাননীয় সাংসদ মহোদ্বয়,

আসসালামু আলাইকুম,,

মাননীয় সাংসদ,আমি ১নং রুস্তমপুর ইউনিয়নের টেগনাগুল গ্রামের একজন সচেতন নাগরীক,,আমার এলাকায় বিদ্যুৎ না থাকার কারনে সাধারন কৃষক সেচের অভাবে ইরি ধান থেকে বঞ্চিত হচ্ছে,, এছাড়াও গ্রামের শতশত শিক্ষার্থী বিদ্যুৎ এর অভাবে ঠিক মত পড়লেখা করতে পারে না,,এমতাবস্থায়  বিদ্যুৎ আসবে বলে দীর্ঘ দিন যাবৎ বিদ্যুৎ এর খুটি গেড়ে ফেলে রাখা হয়েছে।আমরা গ্রাম বাসী এখন ও জানি না কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

অতএব আপনার কাছে আকুল আবেদন, আপনি অতিশীঘ্রই পীরেরবাজার খলামাধব ও টেকনাগুলে বিদ্যুৎ সংযোগ চালু করে গ্রামবাসী কে কৃতজ্ঞ করবেন।

গ্রামবাসীর পক্ষে 

আবুল কালাম আজাদ