আমি মোঃজুনেদ আহমদ আপনার নির্বাচনী এলাকার রাজনগর থানাধীন ১নং ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।আমাদের ইউনিয়ন ভৌগলিকভাবে কুশিয়ারা নদী এবং কউয়াদিঘীর হাওর পাড়ে অবস্থিত একটি প্রত্যন্ত জনপদ। নদী ভাঙ্গন এই জনপদের একটি নিত্যসঙ্গী।ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রাম কুশিয়ারার করাল গ্রাসে নিমজ্জিত।
আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলীর সুযোগ্য সহধর্মিনী ও সন্মানিত সংসদ সদস্য হিসাবে বিনীত ভাবে এলাকাবাসীর পক্ষ থেকে জানতে চাওয়া, নদী ভাঙ্গন রোধে কোন ধরণের পরিকল্পনা বর্তমান সরকার বা আপনার আছে কি না ?
বিনীত
জুনেদ আহমদ।
Whoops, looks like something went wrong.
1/1ErrorException in Filesystem.php line 111:file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/6f80bf92907456c7db38e974bca4bae0136739c7): failed to open stream: No space left on device