View Question 2390 views

Subject : ট্রেনের টিকেট প্রসঙ্গে।

Avatar

Written By : Shimul Tarafdar

মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৪,

জনাব শুভেচ্ছা নিবেন। আমি মৌলভীবাজার ৪ আসনের একজন ভোটার।

আপনি অবগত  আছেন , আমাদের শ্রীমঙ্গল পর্যটনের দিক দিয়ে দেশে বিদেশে সমাদৃত। এখানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটক সহ সরকারের উর্ধতন কর্মকর্তারা বেড়াতে আসেন। কিন্তু অতি দূঃখের বিষয় আমাদের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট খুবই কম। শ্রীমঙ্গলের স্থানীয় সাধারণ মানুষ কখনোই টিকেট পান না। যদিওবা পান তাহলে বেশি টাকা বা দালাল ধরে কিনতে হয়। আর যে সিট গুলো পাওয়া তা বেশির ভাগই সুলভ শ্রেণীর ভাঙ্গাচুড়া সিট তা ও আবার অপ্রতুল।  ট্রেনের টিকেট সংকটের কারণে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকরা দূভোর্গে ভোগেন। এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে আপনি অবগত আছেন ।  দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানে আপনার ভুমিকা কি ছিল? এবং ভর্বিষ্যতে আপনি কি পদক্ষেপ নিবেন। শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের যাত্রীরা উন্নত মানের সিটের মাধ্যমে আরামদায়ক ভ্রমণ চায় । আদৌ কি আপনি আমাদের এ সমস্যার  ত্বরিৎ টেকসই সমাধান করবেন?

পরিশেষে আপনার সুস্থতা কামনা করছি।

শিমুল তরফদার, অর্নাস ৩য় বর্ষ।