View Question 2136 views

Subject : জেলী-শেলীর জন্য সাহায্য প্রসঙ্গে

Avatar

Written By : Hridoy Dash Shuvo

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে একই পরিবারের দুই কন্যা শিশু ব্লাড ক্যান্সারে (থ্যালোসিমিয়ায়) আক্রান্ত

তাঁরা হলো, ইউনিয়নের ভূজপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ছায়েদ আলীর দুই কন্যা জেলি আক্তার (১০) ও শেলি আক্তার (৮)।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে দুই বোন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (শিশু বিভাগ) ডা. বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
জেলি ও শেলি দরিদ্র পরিবারের সন্তান। তাদের পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। দুই শিশুর পিতা মো. ছায়েদ আলী জানান, গত প্রায় চার মাসে চিকিৎসা খরচ চালাতে গিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
এ অবস্থায় তিনি তার দুই মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের কাছ থেকে মানবিক সহায়তা কামনা করেছেন।
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা: মো. ছায়েদ আলী, একাউন্ট নং-০১০১০২৭৯, সোনালী ব্যাংক, সাতগাঁও শাখা অথবা বিকাশ নং-০১৭৫৮ ৬১৪০৪৭

এমপি মহোদয়ের কাছে আমার প্রশ্ন হলো এই দুটি বাচ্চাকে বাঁচানোর জন্য কোন ধরনের সরকারী সাহায্য বরাদ্দ করা কি সম্ভব?