View Question 2509 views

Subject : বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে।

Avatar

Written By : Asad Chowdhury

মাননীয় এমপি মহোদয়, আমি আপনার নির্বাচনী এলাকা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের একজন বাসিন্দা। আপনি হয়তো অবগত আছেন পরিত্যক্ত ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাশ করছে চক্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরুপায় হয়ে পাঁচ  বছর পূর্বে ঘোষিত পরিত্যক্ত ভবনেই শ্রেনী কার্যক্রম চলছে । ফলে যে কোন মহুর্ত্বেই বড় ধরনের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।

 বিদ্যালয়ের পুরাতন ভবনটি নির্মাণ করা হয় ১৯৬৪ সালে। ৫ বছর পূর্বে বিদ্যালয় পরিষদের সভায় রেজুলেশনের মাধ্যমে পুরাতন ভবনকে পরিত্যক্ত হিসেবে ঘোষনা করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রী রয়েছে ৪২০ জন। কিন্তু ক্লাশ রুম সংকটের কারণে ছাত্র-ছাত্রীদেরকে মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবন হওয়া সত্ত্বেও ক্লাস করাতে বাধ্য হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

পরিত্যক্ত ভবনটি ছাড়া বিদ্যালয়ে ভবন রয়েছে আর একটি। পুরাতন ভবনটিতে রুম রয়েছে পাঁচটি এবং নতুন ভবনটিতে রুম রয়েছে দুইটি। কক্ষে সংকুলান না হওয়ায় পরিত্যক্ত ভবনে বর্তমানে ক্লাস ও অফিস কার্যক্রম চলছে। ছাত্রছাত্রীরা ক্লাশে থাকাকালীন সময়ে প্রায় সময়েই পলেস্তর খসে পড়ে। সব সময় ক্লাশে আতঙ্কে থাকতে হয় ছাত্রছাত্রীদের। 

 এসব অভিযোগের পরও ভবন সংকটের কারণে ঝুঁকি নিয়ে ক্লাশ চলছে । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তুলনায় ক্লাশ রুমের সংখ্যা অতি সামান্য। তাই  এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করা হয়েছে চার বছর পূর্বেই। কিন্তু এতদিনেও এ ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হয় নি। 

আমরা চাই ছাত্র-ছাত্রীদের ভবিষতের বিষয়টি বিবেচনায় রেখে পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে অতি দ্রুত নতুন ভবন নির্মাণ করার ব্যবস্থা আপনি করবেন।

বিনীত,

আসাদ চৌধুরী