View Question 2541 views

Subject : নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কটি সংস্কার করণ প্রসঙ্গে।

Avatar

Written By : Sadik Muhammed

মাননীয় সাংসদ মহোদয়, আস্সালামু আলাইকুম।

শুরুতেই শিক্ষক পরিবারের সন্তান হিসেবে নবীগঞ্জ-বাহুবল সংসদীয় এলাকার শিক্ষাখাতের ব্যপক উন্নয়নসহ অন্যান্য খাতের উন্নয়নে অবদান রাখার জন্য সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রিয় নেতা,
আপনি নিশ্চই অবগত আছেন যে, আপনার সংসদীয় এলাকার অতি গুরুত্ত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত 'নবীগঞ্জ-রুদ্রগাম সড়ক'টি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে মুমুর্ষু রোগীর মতো ধুঁকছে। দুর্ঘটনার ভয়ে বাস চলাচল বন্ধ হয়েছে সেই কবে। জরুরী প্রয়োজনে অটোরিকশায় চড়লে মনেহয় যেনো ভয়ঙ্কর রোলার কোস্টারে চড়ছি। তাই, একান্ত বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করা এই অঞ্চলের মানুষের নিত্যদিনের প্রশ্ন, 'রাস্তাটির এই বেহাল দশা দেখার কি কেউ নেই?'

মাননীয় এমপি,
আমরা জানি, আপনার সদয় দৃষ্টি ছাড়া আমাদের এই দুর্গতি কখনোই দূর হবে না।

তাই, amarmp.com এর মাধ্যমে মহোদয়ের নিকট জানতে চাই, ৯ নং বাউসা ইউনিয়নসহ পুরো দিনারপুর অঞ্চলের হাজার হাজার মানুষের যোগাযোগের মাধ্যম এই সড়কটি সংস্কারের মাধ্যমে জন দুর্ভোগ লাঘবে দ্রুত কোনো উদ্যোগ নিবেন কি? নিলে তা কবে নাগাদ শুরু করবেন?

বিনীত
সাদিক মোহাম্মদ
শিক্ষক, বাংলাবাজার সপ্রাবি, নবীগঞ্জ।