View Question 3616 views

Subject : মুরাদপুর ইউপি চেয়ারম্যান মধু মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়,

প্রথমেই আমারএমপি ডট কমের পক্ষ থেকে সালাম নিবেন। উপরোক্ত বিষয়ে আমরা জানতে পেরেছি যে, বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মধু মিয়া তালুকদারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক বরাবরে অভিযোগটি দায়ের করেছেন একই পরিষদের ৭ সদস্য। অভিযোগে প্রকাশ, চেয়ারম্যান মধু মিয়া ইউনিয়নের ৭৮ জন মহিলার কাছ থেকে গর্ভকালীন ভাতা দেয়ার নামে জনপ্রতি ১ হাজার টাকা করে ৭৮ হাজার টাকা, পরিষদের ট্যাক্সের ২ লাখ ৮৬ হাজার টাকা, ১০৭ জন ভি.জি.ডিধারী ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭ হাজার টাকা, হত-দরিদ্র কর্মসৃজন কর্মসূচীর ১৪১ জন ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪১ হাজার টাকা, এল.জি.এস.পি’র প্রকল্প বরাদ্ধ দেয়ার নামে পরিষদের সদস্যদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার ২৮০ শত টাকা, এল.জি.এস.পি’র স্পেশাল বরাদ্ধের ৫২ হাজার ৮ শত টাকা ও তথ্য সেবা কেন্দ্রের নামে ৬৩ হাজার টাকা আত্মসাত করেছে।

এছাড়াও ৫নং ওয়ার্ড সদস্য মহিজুল মিয়া ঘুষ না দেয়ায় তাকে দুস্থ মাতার নাম বরাদ্ধ দেয়া হয়নি। অভিযোগ পত্রে এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়েছে। অভিযোগকারীরা হলেন, ৬নং ওয়ার্ড সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, ৯নং ওয়ার্ড সদস্য ফজলুল হক, ৭নং ওয়ার্ড সদস্য আফতাব উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য জামাল চৌধুরী, ২নং ওয়ার্ড সদস্য আলী রহমান, ৫নং ওয়ার্ড সদস্য মফিজুল মিয়া, ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের সদস্য শাহানা আক্তার।

এমতাবস্থায় বিষয়টি আপনার নজরে আনার অনুরোধ আমরা পেয়েছি। আশা করছি আপনি ব্যবস্থা নিবেন।

বিনীত,

আমারএমপি এডমিন টিম