বানিয়াচং সদর ৪নং ইউনিয়নের অন্তর্গত নতুনবাজারের পশ্চিমের সাগরদীঘির পশ্চিম পাড়ের রাস্তাটি অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি করে। ফলে এই রাস্তাটি দিয়ে চলাচলকারী যানবাহন ও জনসাধারণের মারাত্নক বিঘ্ন ঘটছে। পাশাপাশি ওই রাস্তার উভয়পাশে প্রায় শতাধিক ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। এই রাস্তা দিয়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করেন। বাধ্য হয়েই তাদের পানিতে ভিজে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্চে। এসব দোকানে গ্রাহক তো দুরের কথা নিজ দোকানের মালিকই ঢুকতে বেগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান,ঈদের মৌসুমে এই পানির কারণে আমাদের ব্যবসা-বানিজ্য লাটে উটছে। পানির জন্য কোনো কাস্টমার আসতে চায়না। দীর্ঘদিন ধরে চলে থাকা এই চিত্র কোনো জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের নজরেও আসেনি। জমে থাকা পানি রাস্তা থেকে নামতে সময় নিচ্ছে ৪ থেকে ৫দিন। তাই বিষয়টি জনগুরুত্বসহকারে নিয়ে এর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন পানি বন্দী ব্যবসায়ীরা।