হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রভাবশালীদের দখলে মুক্তিযোদ্ধা চত্বর দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের হাতে দখল হয়ে আছে বানিয়াচংয়ের মুক্তিযোদ্ধা চত্ত্বর। কাজ বন্ধ থাকার ফলে প্রভাবশালী ও অস্থায়ী ব্যবসায়ীরা এখানে রীতিমতো আলাদা একটা বাজার করে ফেলেছেন। বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনারের পম্চিমের এ্ই জায়গাটি স্থানীয় প্রশাসন মুক্তিযোদ্ধার চত্ত্বর ও এখানে একটি ফোরারা করার সিদ্ধান্ত নেন। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমেদের হাত ধরে প্রায় ৫লাখ টাকার মাটি ভরাটের কাজও সমাপ্ত হয়। কিন্তু কি কারণে আজও এই চত্বরের কাজ শেষ হয়নি তা কেউ বলতে পারেনি। স্থানীয় প্রশাসন কিছু দিন আগে এখান থেকে অস্থায়ী ব্যবসায়ীদের উচ্ছেদ করলেও অদৃশ্য হাতের ইশারায় আবারো ছোট ছোট দোকান ঘর করে জায়গাটি দখল করে নিয়েছেন। স’ানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ভিডিওটি গত ২ জুন আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন।
এ বিষয়ে হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।