View Question 1784 views

Subject : হবিগঞ্জে ব্রিজ ও রাস্তা নিয়ে বেকায়দায় জনগন

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

দীর্ঘদিন ধরে বানিয়াচং-নবীগঞ্জ রাস্তাটি সংস্কার না করায় যানবাহন চলাচলে চরম বিঘœ ঘটছে। বানিয়াচং থানার সামন থেকে কাগাপাশার বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে মাটি না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার ঢালাই ভেঙ্গে গিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাটি। এই রাস্তা দিয়ে নবীগঞ্জ হয়ে খুব সহজেই কম সময়ে সিলেট যাওয়া যায় বিধায় যানবাহন ও চলাচল করে খুব বেশি। রাস্তার মধ্যবর্তী কালিদাসটেকার কাছাকাছি ব্রিজের উভয় পাশে রাস্তা ভেঙ্গে ব্রিজ পার হওয়া যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের উপর দীর্ঘদিন ধরে বিটুমিনসহ অন্যান্য মালামাল এনে রাখলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী ও যাত্রী সাধারণ। তাই দ্রুত এই রাস্তারর সংস্কার কাজ শুরু করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। ভিডিওটি গত ০৯ জুন বিকাল সাড়ে ৫টায় আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন।

এ বিষয়ে হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান-এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি