View Question 1836 views

Subject : হবিগঞ্জের বানিয়াচং মহাসড়কের রত্না বাজারের যাত্রী ছাউনি এখন পাগলা বাবার মাজার

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

হবিগঞ্জ- বানিয়াচং মহাসড়কের রত্না বাজারের যাত্রী ছাউনি রীতিমতো মাজার তৈরি করতে একশ্রেণীর মাজার পূজারিরা উঠেপড়ে লেগেছে। এই রাস্তার তথা আশেপাশের ৫টি গ্রামের মানুষ জেলা শহরে যেতে হলে এই যাত্রী ছাউনিতে যানবাহনের জন্য অপেক্ষা করেন। কিন্তু এই যাত্রী ছাউনিটি পনের বছর যাবত সুদুর কিশোরগঞ্জ থেকে আগত এক পাগল এসে অবস্থান নেয়। এখানে খাওয়া-দাওয়াসহ রাত্রি যাপন করে এই পাগল। ইদানিং এই পাগলকে পুঁজি করে একধরণের ভন্ড মাজার বিশ্বাসীরা নতুন ধান্ধা করতে শুরু করেছেন। এই পাগলের অলৌকিক ক্ষমতা আছে মনে করে দুর-দুরান্ত থেকে নানা বয়সি পুরুষ-মহিলা এসে তাকে পায়ে ধরে সালাম করাসহ বিভিন্ন নামে ডাকতে শুরু করছে। এসব ভন্ডামি দ্রুত বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভিডিওটি গত ১২ জুন ২০১৯ তারিখে আমারএমপি ডট কমের একজন ভোলান্টিয়ার ধারণ করেছেন।

এ বিষয়ে হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এর দৃষ্টি আকর্ণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি