View Question 2430 views

Subject : বিদ্যুৎ সংযোগ প্রদান এবং করাংগি নদীর উপর ব্রিজ নির্মান প্রসংগে

Avatar

Written By : Foyez Ahammad

মাননীয় এম পি মহোদয় গত ২৩/০৩/২০১৬ আপনার ডিও লেটারের প্রদানের ফলে আমাদের  পল্লী বিদ্যুৎ ম্যানেজার  কর্তৃক ০৩/০৫/১৬ আদেশ গ্রহন করা হয়।যার প্রাপ্তি নং ছিল ৩৫৫২। এর কিছু দিন পর আমাদের ৯ নং রানীগাও এর ৮ নং ওয়ার্ডের রাজাকোনা গ্রামের বিদ্যুতের লাইনের জন্য মাফ নেওয়া হয়। আমি মাননীয় এম পি মহোদয়ের কাছে জানতে চাই আমাদের বিদ্যুৎ লাইন সংযোগের কতটুকু অগ্রগতি হয়েছে? আমারা কি ২০১৭ সালের ভেতর বিদ্যুতের আশা করতে পারি?

মাননীয় এম পি মহোদয় আপনার পূর্বের সাংসদ এবং আমাদের এলাকার আওয়ামিলীগ এর অনেক সংগঠক করাংগি নদীর উপর ব্রিজ নির্মান নিয়ে ওয়াদা দিলেও তা আজ পর্যন্ত অধরাই রয়ে গেল।আপনার সদ ইচ্ছা আর উন্নয়নের তীক্ষ দৃষ্টির ফলে চুনারুঘাট তথা আপনার নির্বাচনি এলাকায় ইতোমধ্যে পরিবর্তনের হাওয়া বইতেছে। কিন্তু অতি দুঃখের বিষয় হলেও সত্য আজকাল আমাদের এলাকায় রাজাকারের গ্রামে বিদ্যুৎ জললেও আমাদের  গ্রামের ৩জন শহীদ মুক্তিযোদ্ধাদের বাড়ি সহ পুরো গ্রাম এখন ও আলোর ছোয়া পায় নাই।

মাননীয় এম পি মহোদয় এর সুদৃষ্টি আকর্ষন করছি।

বিনীত,

ফয়েজ আহাম্মদ