View Question 2357 views

Subject : শাহপুর থেকে নোয়াপাড়া রাস্থা ও কালভার্ট নির্মাণ করার প্রসঙ্গে ।

Avatar

Written By : Asad Chowdhury

মাননীয় এমপি মহোদয়, আমি বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। চাকরী করার সুবাদে আপনার আসনের মাধবপুর উপজেলার শাহপুর গ্রামে গত প্রায় চার বছর যাবত বসবাস করে আসছি। শাহপুর নতুন বাজার থেকে পুরান বাজার হয়ে নোয়াপাড়া যাওয়ার যে রাস্থাটি আছে তার যে কি পরিমান বেহাল অবস্থা তা নিজ চোক্ষে না দেখলে বিশাস করবেন না। গত চার পাচ বছরে এই এলাকায় অনেক শিল্প কারখানা হওয়াতে এলাকার মানুষের জীবন যাপনের মান লক্ষনীয় ভাবে উন্নতি হয়েছে। কিন্তু রাস্থার কোন উন্নয়ন হয় নি। শাহপুর পুরান বাজার থেকে নোয়াপাড়া রোডে চারটি কালভার্ট মারাত্তক ভাবে ঝুকিপূর্ণ। রাস্থা ও কালভার্ট এর কাজ আপনার নির্বাচনী আমলে হবে কি না শাহপুর বাসীর পক্ষ থেকে তা জানতে চাচ্ছি ।

বিনীত

আসাদ চৌধুরী

স্টার পোরসিলিন লিঃ