View Question 1816 views

Subject : বিলুপ্তির পথে হবিগঞ্জের শের খাল; দখল চলছে অবাধে।

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়

শুভেচ্ছা নিন।

প্রাচীন একটি খাল শের খাল। হবিগঞ্জ-এর দক্ষিণাঞ্চলের শাহজিবাজার সুতাং থেকে ফকিরাবাদ গ্রামে এসে শেষ হয়ে। নব্বই দশকেও এই খাল ধরে নৌকা চলেছে। এখন এটি প্রাকৃতিকভাবে ভরাট হয়ে প্রায় বিলুপ্ত। পাশাপাশি দুই পাড়ের জমির মালিকেরা অবৈধ দখল করে চলেছে দিন দিন। এটি উদ্ধার এবং পূণঃখনন করলে সেচ, যোগাযোগসহ বিভিন্নভাবে এলাকার জনগণ উপকৃত হবে।

বিষয়টি আপনাকে জানাচ্ছি যেনো কোন কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

বিনীত

আমারএমপি টিম