View Question 1869 views

Subject : হবিগঞ্জে খেলার মাঠে বড় বড় গর্ত চিত্তবিনোধনের সুযোগ থেকে বঞ্চিত শিশু কিশোররা!!!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাগবাড়ি গ্রামের অত্যন্তু সুপরিচিত গোল মাঠ নামের খেলার মাঠ এটি। অত্র এলাকার একমাত্র মাঠটি একসময় শিশু কিশোর, যুবকদের চিত্তবিনোধনের অন্যতম উপাদান ছিল। সবাই মিলে ফুটবল, ক্রিকেট খেলত এই মাঠে। কিন্তু সময়ের ব্যবধানে অত্র মাঠটি এখন খেলাধুলার অনুপযোগী। অত্র এলাকার কিছু প্রভাবশালী লোক খেলার মাঠটি খুড়ে মাটি নিয়ে গেছে । সম্পূর্ণ মাঠটি এখন বড় বড় গর্তে ভরপুর । মাঠের চতুর্দিকে অবৈধভাবে দখল করার ফলে মাঠের আয়তন সংকীর্ণ আকার ধারন করেছে। শিশু কিশোরদের খেলার এই মাঠটি রক্ষণাবেক্ষনের দায়িত্বে কেউ নেই, এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যানও এ ব্যাপারে কোন দেখভাল করেন না। খেলাধুলার স্থান না পেয়ে এলাকার শিশু কিশোররা নানা ধরনের অনৈতিক,অপরাধমুলক কাজে লিপ্ত হচ্ছে।

ভিডিওটি বিগত ২৫ মে ২০১৯ ইং তারিখ সকাল ৭ ঘটিকার সময় আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহবুব আলী এর দৃষ্টি আকর্ষন করছি।

বিনীত

আমারএমপি