View Question 1941 views

Subject : হবিগঞ্জে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি কৃষি অফিস

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

প্রতিবেদনে প্রকাশিত ভবনটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির কৃষি অফিস যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অফিসটিতে কোন কৃষি কর্মকর্তা বসেন না। অফিসটির কার্যক্রম বন্ধ থাকায় এলাকার কৃষি উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকার কৃষকশ্রেণী তাদের ফসল উৎপাদন সংক্রান্ত সাহায্য, সহযোগীতা থেকে বঞ্চিত হচ্ছেন।

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় দরজা, জানালা ভেঙ্গে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের সামনে পানি জমে থাকে। ভবনটিতে কৃষি অফিসের নাম, লোগো কিছুই নেই। এলাকার অনেক মানুষ বুঝতেই পারেনা যে এটা কৃষির উন্নয়নের অফিস। শাহজাহানপুর ইউপিবাসীর প্রাণের দাবী, ভবনটিকে ব্যবহারের যোগ্য করে এখানে যেন কৃষি কর্মকর্তার নিয়োগের ব্যবস্থা করা হয়।

ভিডিওটি গত ৯ই আগস্ট ২০১৯ তারিখে বিকাল ৫টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি অফিসের পশ্চিম পাশ থেকে ।আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ এডভোকেট মাহবুব আলী এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি