View Question 1958 views

Subject : হবিগঞ্জে নাটবল্টুবিহীন রেলসেতু,পুরোনো ভাঙ্গা কাঠের স্লিপার ।

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

কিছুদিন পূর্বেই কুলাউড়াতে ঘটে গিয়েছে স্মরণকালের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা। যেখানে ঝড়ে যায় অনেক তাজা প্রাণ। আর এই দুর্ঘটনার অন্যতম কারণ ছিল কর্তৃপক্ষের অবহেলা। সেই রকম অবহেলার উদাহরণ পাওয়া যাচ্ছে হবিগঞ্জেও। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশের রেলসেতুটি আখাউড়া টু সিলেট রেল লাইনের ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে একটি।
সেতুটির স্লিপারগুলো অনেক দিনের পুরোনো কাঠের তৈরি। সরেজমিনে দেখা যায় যে স্লিপারগুলোর অধিকাংশ কাঠ পচে গিয়েছে। অনেকগুলো নাট-বল্টু নাই কিংবা ভেঙে গিয়েছে। তাই যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সেতুটির দ্রুত মেরামতের জন্যে জোর দাবী স্থানীয় বাসিন্দাদের।
ভিডিওটি গত ১১ই আগস্ট ২০১৯ তারিখে সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের রেলসেতু থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমার এমপি টিম