View Question 1767 views

Subject : অবৈধ ভাবে রাস্তা দখল করে বালুর ব্যাবসা এলাকার প্রভাব শালী লোকেরা

Avatar

Written By : Jakaria Munna

মহোদয়  আস্সালামুআলাইকুম

আমি আপনার  হবিগন্জ ৪ আসনের  চুনারুঘাট থানার সাটিয়াজুরী ইউনিয়নের  একজন নাগরিক,  জনাব  আমি বিগত ৬/৭ বছর ধরে দেখে আসতেছি চুনারুঘাট /মিরপুর নতুন বাজারের রাস্তার ,চুনারুঘাট ব্রিজের পশ্চিম পাশে চুনারুঘাট বাজারে ডুকার আগে  এবং গাজীগন্জ বাজারে আগে মাদ্রাসা  সংল্গন কিছু সংখ্যক লোক ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তার উপর বড় বড় ট্রাক্টর / বড়  ড্রিস্টিক/মিনি ট্রাক/বড় ট্রাক দিয়ে দিন দুপুরে রাস্তা দখল করে  রাস্তা আটকিয়ে  অসাধু ব্যবস্যা চালাচ্ছেন তারা, তাদের কে কেউ কিছু বলে রেহায় পায় না হয় তো জেল কিংবা ওদের লোক দিয়ে পেটানো হয়, শুধু তাই না রাতে বাড়িতে হুমকি  দেওয়া হয়, এই ভাবে রাস্তা আটকিয়ে ব্যাবসা করাতে স্কুল/কলেজ/মাদ্ররাসার ছাএ ছাএীদের অনেক অসুবিধে  হয় , সাধারন জনগন তো তাদের হয়রানির কারনে কিপ্ত,জনাব  এই তো কিছু দিন আগে ও রাস্তা য় কম জায়গা তাকাতে বালু ব্যবসায়ীদের বড় ট্রাক তাকাতে  রাস্তায় কম জায়গা তাকাতে সিএনজি যাওয়ার সময় একজন লোক কে রাস্তা থেকে  ধাক্কা দিয়ে লোক টিকে খালে ফেলে রেখে চলে যায়, তা ছাড়া ও বহু বার লোকা নিউজে এদের  অবৈধ কাযকলাপের কথা  তুলে দরা হয় তাতে ও কোন কাজ হয় নি, প্রায়ই শুনি রাস্তায় এক্সসিডেন্ট তখন মন টা কারাপ হয়ে যায়,  এই বালুর ট্রাকের কারনে আমাদের  চুনারূঘাট সুন্দর পুরের  মানুষের হয়রানি কষ্ট ,  জনাব দয়াকরে  এই ধরনের  অসাধু ব্যাবস্যা বন্ধ করার আবেদন জানাচ্ছি।

সাটিয়জুরি সুন্দরপুর বাসী।