View Question 1988 views

Subject : কুমিল্লার কাঠালিয়া নদীতে প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে চলছে দিন দুপুরেই চাদাবাজি। দিন দুপুরে ট্রলার,লঞ্চ,স্টিমার, মালবাহী নৌযান থামিয়ে চাদাবাজরা ছোট নৌকা নিয়ে গিয়ে চাদা আদায় করে। জনশ্রুতিছে এই চাদার অংশ স্থানীয় প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর পকেটেও যায়। এই চাদাবাজি স্থানীয় জনগণের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। স্থানীয় জনগন কয়েকবার অভিযোগ করেও প্রতিকার পান নি। এলাকাবাসী চায় এই চাদাবাজি অবিলম্বে বন্ধ করা হোক । সমস্যাটি আমারএমপি এর একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধরা পড়ে। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া এর দৃষ্টি আকর্ষন করছি।

বিনীত

আমারএমপি