View Question 1956 views

Subject : কুমিল্লায় রাস্তা পাকা করার কয়েকদিনের মধ্যেই উঠে গেল পিচ ঢালাই!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

মেঘনা উপজেলার অভ্যন্তরে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ সড়কের পাকা করনের কাজে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। দায়সারাভাবে ঢালাই দেয়ার কারণে এক মাস না যেতেই পিচ ঢালাই নষ্ট হয়ে সড়কের করুন  দশা দেখা দেয়।
নামেমাত্র কাজ করে টাকা উত্তোলনের দিকেই যেনো বেশী নজর থাকে রাস্তার কাজ করা দায়িত্বপ্রাপ্তদের। এলাকায় জনপ্রিয় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাস্তা পাকাকরনের কাজ তদারকি করতে গেলে এই অনিয়ম ধরা পড়ে।
 
ভিডিওটি   মুক্তিনগর বাজার হতে উপজেলা পর্যন্ত রাস্তা থেকে  আমার  এমপি এর  একজন ভলান্টিয়ার  এর ক্যামেরায় গত ১ এপ্রিল   ২০১৯ সকাল ১০ টায় ধারণ করা হয়।
 
এ বিষয়ে কুমিল্লা-১  আসনের  মাননীয়  সংসদ সদস্য  জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।
 
বিনীত
আমারএমপি