Ambassador
View Question 3845 views
Subject : নতুন উপজেলা সংক্রান্ত
Written By : Adv Faisal
মাননীয় সংসদ সদস্য,
আসসালামু আলাইকুম। সহস্র ব্যাস্ততার মাঝেও আপনি আমার এমপি.কমের মাধ্যমে সাধারন জনগনের প্রশ্নের উত্তর দিবেন জেনে খুবই আনন্দিত হয়েছি।
প্রায় ০৩ বছর যাবত মুরাদনগর উপজেলায় বাঙরা বাজার থানা চালু থাকলেও আমরা অদ্যাবধী বাঙরা বাজার নামে নতুন একটি উপজেলা পরিষদ পাইনি। নতুন উপজেলা গঠিত হলে উন্নয়ন কর্মকাণ্ড কি পরিমান বৃদ্ধি পায় তা আপনি সবচেয়ে ভাল জানেন। এই সরকারের মেয়াদ পুর্ন হবার পুর্বেই বাঙরা বাজার উপজেলা পরিষদ গঠিত হবে কিনা বা বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে কোন পরিকল্পনা আছে কিনা তা অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকবো। আপনাকে বিরক্ত করার জন্য দুঃক্ষিত।
এড. এস টি আহমেদ ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।
Written By : Yussuf Abdullah Harun -ইউসুফ আবদুল্লাহ হারুন
মুরাদনগর উপজেলায় নতুন একটি উপজেলা পরিষদ সম্পর্কে জানতে চেয়ে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন কুমিল্লা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন।
একাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন আবিদ ফয়সল। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মো. শরিফুল আলম চৌধুরী।
এক ভিডিও বার্তায় তিনি বলেন-