View Question 1921 views

Subject : ব্রিজ নির্মাণ এর জন্য অনুরোধ

Avatar

Written By : Azad Hossain

 সম্মানিত এমপি মহোদয়

প্রথমে আমার সালাম নিবেন।আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র।আমি আপনার (কুমিল্লা-৬,আমড়াতলী ইউনিয়ন) নির্বাচনী এলাকার বাসিন্দা। 

স্যার আমাদের চান্দপুর ব্রিজের যানযট এবং ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।আমরা অনেকদিন যাবৎ শুনেছি ব্রিজের কাজ শুরু হবার কথা।কবে নাগাদ শুরু হতে পারে স্যার একটু জানাবেন।যদি একটু দ্রুত ব্রিজের কাজটা শুরু করেন আমরা অনেক উপকৃত হবো  স্যার। গত ১০ বছরে আপনার মাধ্যমে অনেক উন্নয়নের ছোয়া পেয়েছি আমরা কুমিল্লাবাসি।