View Question 2257 views

Subject : সড়ক সংস্কার এর জন্য অনুরোধ

Avatar

Written By : Faruq

জনাব,

আমাদের ৬নং আজগরা ইউনিয়ন এর লাকসাম - নাঙ্গলকোট  সড়ক থেকে ইউনিয়ন কার্যালয় বা আজগরা বাজার পযন্ত মূল রাস্তা সংযোগ সড়কটি দীর্ঘ কয়েক বছর দরে বেহাল অবস্তায় আছে।  এই রাস্তা অনেক গর্ত ও কিছু কিছু অংশে ভেঙ্গে গেছে।এই ছাড়া শুকতলার মধ্য দিয়ে বড়বাম উ: পাড়া ও তাতিপাড়া মূল সড়কে কি করণ অবস্তা এইটা আপনি অবগতি আছেন।এই রাস্তার জন্য আমাদের কয়েক গ্রামের মানুষ ইউনিয়ন কার্যলেয়ে যাওয়া উপযোগী নয়। তাই আপনার সু দৃষ্টি আশাকরি।