View Question 1564 views

Subject : উন্নয়ন কাজের বরাদ্দের হিসাব বাংলাতে প্রদর্শনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে

Avatar

Written By : Amar MP Team

মাননীয় মন্ত্রী মহোদয় সালাম নিবেন। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। পেশায় একজন সাংবাদিক। বাংলাদেশের গ্রাম গঞ্জে বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থানের উন্নয়নমূলক কাজ গুলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রায় সময় সংবাদ মাধ্যমে দেখা যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে রাস্তা,  ব্রীজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সীমাহীন দুর্নীতি করা হচ্ছে। আমি মনে করি এসকল দুর্নীতি প্রতিরোধে সাধারণ জনগণের মাঝে সচেতনতা তৈরী করা প্রয়োজন। উন্নয়নমূলক কাজের বরাদ্দের হিসাব ইংরেজী ভাষার পাশাপাশি বাংলাতে লেখার উদ্যোগ গ্রহণ করে, যেখানে উন্নয়ন কাজ চলবে সেখানে একটি বড় বোর্ডের মাধ্যমে বাংলা ভাষায় বরাদ্দের হিসাব টানিয়ে দেওয়া হলে জনগণ উন্নয়ন কাজে দুর্নীতি প্রতিরোধ করতে সচেতন হবে। তারা সহজেই বাংলা ভাষায় বুজতে পারবে কোন খাতে কি পরিমাণ ইট, বালু,  সিমেন্ট,  রড সহ যাবতীয় জিনিষ বরাদ্দ ধরা হয়েছে। এতে করে ঠিকাদাররা চাইলেও কোনো দুর্নীতি করতে পারবেনা। মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে জানতে চাই বাংলা ভাষাকে যথাযথ মূল্যায়ণের মাধ্যমে উন্নয়ন কাজে দুর্নীতি প্রতিরোধ করতে উক্ত বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নিবেন কি?

 

প্রশ্নকারী- সাদির হোসেন রাহিম।

চেয়ারম্যান, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ।