View Question 1861 views

Subject : ৮৬৫ জন খালাসী নিয়োগ প্রসঙ্গে

Avatar

Written By : Mostafizur Rahman Rokon

স্যার আমার সালাম নিবেন,আশাকরি আপনার শরীর ভাল আছে।আমার নাম মো: মোস্তাফিজুর রহমান, আমার বাড়ী রাজবাড়ী জেলায়।বর্তমানে আমি চট্টগ্রামে বসবাস করি।অনেকের মুখে শোনা যাচ্ছে যারযারা ৫-৭ লক্ষ টাকার মাধ্যমে লবিং করেছে তাদের চাকুরী হবে,আমি জানতে চাচ্ছি আমি তো কাওকে টাকাও দেই নাই এবং লবিং ও করি নাই।আমি চট্টগ্রাম মহানগরের আওতাধীন ০৯ নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগের একজন তৃনমূল পর্যায়ের একজন কর্মী।অনেকের কাছ থেকে শুনেছি যে স্থানীয় এমপি বা এ বি এম মহিউদ্দীন চৌধুরী বা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাহেবের ডিও লেটার এবং চট্টগ্রাম মহানগর ছত্রলীগ এর সুপারিশ পত্র নিতে পারলে চাকুরী হতে পারে তাই আমি দৌড়াদৌড়ি করে উপরে উল্লেখিত সকলের ডিও লেটার এবং সুপারিশ পত্র জোগাড় করেছি, আমার রোল নং:-রাজবা/৭৮৬ আমার পরিবার অত্যান্ত গরিব এবং অসচ্ছল তাই আমি নিজের পায়ে দাড়ানোর পাশাপাশি পরিবারকে সহযোগিতা করতে চাই।তাই চাকুরীতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে আমি এখন কি করতে পারি মেহেরবানী করে যদি একটু বলতেন। ধন্যবাদ