View Question 2102 views

Subject : চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে দুর্নীতি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়

আমাদের শুভেচ্ছা নিন। সম্প্রতি চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক আব্দুর রবের দুর্নীতির তথ্য আমাদের কাছে এসেছে যে নির্বাচন অফিসকে মিনি পাসপোর্ট অফিস বানিয়ে রেখেছেন। অফিসের কাজ তাকে দিয়ে করানো দুস্কর। যে কাজে টাকা আছে সেই কাজ সে করে। গ্রাহকের কাছ থেকে টাকা ছাড়া কোন কাজ করে না। তার প্রধান গুরু অফিস সহকারী বিল্লাল হোসেন। এ দুজন মিলেই চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের সব ধরণের দুর্নীতি সংঘটিত করে থাকে। জাতীয় পরিচয়পত্রের সংশোধনের আবেদন জমা নিতে টাকা, ভোটার স্থানান্তরের আবেদন করতে টাকা, গ্রাহক সংক্রান্ত সব ধরণের কাজেই টাকা আদায় করে থাকে। টাকা না দিলে গ্রাহককে নানাভাবে হয়রানী করে। আপনার কাগজ ঠিক নাই, সত্যায়িত নাই, আজ স্যার নাই, এখন বন্ধ। এই ধরণের হাজারো টালবাহানা করে। টাকা দিলে সব ঠিক। নির্বাচন কমিশনে এ দুজনের বিরুদ্ধে অভিযোগ গেলেও অজ্ঞাত কারণে তা নিশ্চুপ হয়ে আছে।

এই বিষয়টি আপনার সমীপে জানানো হলো।

বিনীত

আমারএমপি টিম