View Question 1821 views

Subject : বিদ্যুৎ সংযোগ না থাকায় আউট সোর্সিং করে সরকারের আইসিটি খাতে অবদান রাখতে পারছি না।

Avatar

Written By : Saiful Islam Nasir

আসলামুয়ালাইকুম মাননীয় সাংসদ এবং ফরিদগঞ্জের অভিবাক।

আমি আপনার ফরিদগঞ্জের আস্টা গ্রামের একজন বাসীন্দা। আমার বাড়ি বাজারের পশ্চিমে প্রথম ব্রিজে। আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনার যোগাযোগ করার আমার সৌভাগ্য হয় নাই তাই আমার এমপিকে আপনার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যাবহার করছি। আমি আউট সোর্সিং করছি দশম শ্রেনী থেকে পড়ালেখা শুরু কালীন থেকে। এখন আমি পুরান বাজার ইউনিভার্সিটি কলেজে ইংরেজী নিয়ে পড়ি। আমি ছোট থেকে দেখে আসছি আমার বাড়ির পাশে সর্বত্র বিদ্যুৎ আছে কিন্তু আমার বাড়িতে নাই। বহুবার আসবে আসবে শুনেছি কিন্তু তা কখনও আসে নাই। চারদিকে আপনি উন্নয়ন করে ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার উদ্দ্যেগ বাস্তবায়ন করছেন। তাই আশা নিয়ে লিখছি।

আমি আউট সোর্সিংয়ের জন্য ব্যবহৃত কম্পিউটারটি ব্যাবহার করতে পারছি না বিদ্যুৎ না থাকায়। বর্তমানের বেকার জীবন থেকে আউট সোর্সিং করে নিজের পায়ে দাড়ানো একটি গুরুত্ব পূর্ন প্লাটফারম আপনি জানেন। আমি আইসিটি খাতে অবদান রাখতে চাই। মাননীয় এমপি মহোদয় আমাকে বিদ্যুৎ সংযোগ দিয়ে নিজের বেকারত্ব দূর করতে এবং আইসিটি খাতে অবদান রাখতে আপনি আমাকে একটা সুযোগ করে দিন।

ভুল ত্রুটি ক্ষমা করে আমার কথা গুলো বিবেচনা করবেন।

ধন্যবাদান্তে

সাইফুল ইসলাম নাসির