View Question 2563 views

Subject : বকশিরহাট হতে রফিকপুর পর্যন্ত ১৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করা প্রসঙ্গে।

Avatar

Written By : Mohammad Moniruzzaman

মাননীয় এমপি মহোদয়, 

 

প্রথমেই আমার সশ্রদ্ধ সালাম নিবেন।

৮নং বিজবাগ ইউনিয়নের বকশিরহাট বাজার হতে পশ্চিমে রফিকপুরের দিকে যাওয়া রাস্তাটির ১৫০ মিটারের মত সেনবাগে অবস্থিত হওয়ায় তা আজও কাঁচা রয়ে গেছে যা ওই অঞ্চলের হাজার হাজার মানুষের দূরর্ভোগের কারণ। রফিকপুর হতে হাজার হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য প্রতিদিন এই কাঁচা রাস্তা(যা বর্ষায় পানিতে ডুবে থাকে) পার হয়ে বিজবাগ এন.কে. উচ্চ বিদ্যালয়ে আসে। এছাড়া হাজার হাজার সাধারণ মানুষ এই রাস্তা ব্যাবহার কারে বকশির হাট বজারে আসে। কিন্তু এই সমান্য ১৫০ মিটার কাঁচা ভাঙ্গা রাস্তার জান্য এলাকার হাজার হাজার মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। এই ব্যাপারে আপনার সদয় দৃষ্টি আকর্ষন করছি।

বিনীত,

মোহাম্মদ মনিরুজ্জামান

সহকারী পরিচালক

প্রধানমন্ত্রীর কার্যালয়।

Avatar

Written By : Morshed Alam -মোরশেদ আলম

Public

নোয়াখালী ২ আসনের বকশিরহাট হতে রফিকপুর রাস্তাটি পাকাকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে আহবান করা হবে বলে জানালেন ঐ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এর করা এক প্রশ্নের জবাবে এমপি মোর্শেদ আলম এ কথা বলেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর আব্দুল্লাহ ইবনে আরমান।