View Question 2662 views

Subject : ডমুরুয়া ইউনিয়নের মটুবি হাফেজ উল্ল্যাহ মুহুরি বাড়ির দরজা থেকে অশ্বদিয়া বাজার কাচা সংযোগ সড়ক পাকাকরন বিষয়ে

Avatar

Written By : abdur rahman

মাননীয় সাংসদ,

সেনবাগ উপজেলার৩ নং ডমুরুয়া ইউনিয়নের মটুবি হাফেজ উল্লাহ মুহুরি বাড়ির দরজা থেকে অশ্বদিয়া বাজার দেড় কিলোমিটার রাস্তা টি ওই এলাকার মানুষের প্রানের দাবিতে পরিনত হয়েছে। উল্লিখিত রাস্তাটিতে প্রতিদিন প্রচুর লোক যাতায়াত করে। প্রতিদিন বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের পন্যবাহী গাড়ি এই রাস্তায় চলাচল করে।

 কিছুদিন আগেও এই রাস্তার পাকাকরন নিয়ে অনেক ভাবে আপনাকে অবহিত করার চেষ্টা করা হয়েছ।  কিন্তু কোন সুফল এই এলাকার জনগন পায়নি। সব চেষ্টায় বিফলে যায়।

 শেষ সময়ে এসে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সরনাপন্ন হয়েছি। 

দয়াকরে ৩ নং ডমুরুয়া ইউনিয়নের এই মটুবির জনগনের প্রানের দাবি এই রাস্তাটি যেন অতি শীঘ্রই পাকাকরনের ব্যবস্থা করা হয়।

Avatar

Written By : Morshed Alam -মোরশেদ আলম

Public

নোয়াখালী ২ আসনের ডমুরুয়া ইউনিয়নের মুহুরি বাড়ি থেকে অশ্বদিয়া বাজার সড়কটি পাকাকরণের কাজ অচিরেই শুরু হবে বলে জানালেন ঐ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে ঐ এলাকার আব্দুর রহমানের করা এক প্রশ্নের জবাবে এমপি মোর্শেদ আলম এ কথা বলেন।
 
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর আব্দুল্লাহ ইবনে আরমান।