Ambassador
View Question 2945 views
Subject : ঐতিহ্যবাহী শেখ সূফি খালের সংস্কারের দাবিতে
Written By : Morshed Alam -মোরশেদ আলম
ঐতিহ্যবাহী শেখ সূফি খালের সংস্কারের দাবি জানিয়ে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন ঐ এলাকার মোঃ আব্দুল কাদির। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মোর্শেদ আলম এর জবাব দেন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কম, নোয়াখালী ২ আসনের এ্যাম্বেসেডর আব্দুল্লাহ ইবনে আরমান।