Ambassador
View Question 2704 views
Subject : বাবুপুর-অর্জুনতলা সংযোগ ব্রীজ নির্মান প্রসঙ্গে
Written By : Md. Abdul kader
জনাব,
আমি আপনার নির্বাচনী এলাকার একজন বাসিন্দা। সেনবাগ পৌরশহরের প্রান কেন্দ্রে দুটি গ্রাম যথাক্রমে অর্জুনতলা ও বাবুপুর অবস্থিত। এদুটি গ্রামে চলাচলের জন্য বহু আগ থেকে একটি কাঠেরপুল ব্যবহার করা হত। পরবর্তীতে এটি বাঁশের সাঁকো তে পরিনত। কিন্তু সময়ের পরম্পরায় এই সাঁকোটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন বহু ছাত্রছাত্রী, কর্মজীবী, কৃষক, ও সাধারন মানুষ এই সাঁকো পারাপার হয়। যেহেতু সাঁকো টি দুটি গ্রামের সংযোগ স্থানে অবস্থিত তাই এটি বহুল ব্যবহৃত হয়। অতিতে এখানে একটি ব্রীজ নির্মানের ব্যবস্থা হলেও স্থানীয় কিছু প্রভাবশালী মহল তা অন্যত্র তাদের সুবিধাজনক স্থানে স্থানান্তরিত করে। এতে সাধারন মানুষ প্রতিবাদ করলেও পরে তা আর প্রভাবশালীদের প্রভাবে পরিবর্তন সম্ভব হয়নি। তাই এতোগুলো মানুষের চলাচলের ঐতিহ্যবাহি এই বাঁশের সাঁকোটি ভেঙে একটি ব্রীজ নির্মান করে কোমলমতি ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, ও সাধারণ লোকজনের এই দুঃসহ ভোগান্তি লাঘবে আপনার সদয় মর্জি কামনা করি। পরিশেষে আপনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।।
Best Regards
Written By : Morshed Alam -মোরশেদ আলম
বাবুপুর-অর্জুনতলা সংযোগ ব্রীজ নির্মান প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন ঐ এলাকার মোঃ আব্দুল কাদির। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মোর্শেদ আলম এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কম, নোয়াখালী ২ আসনের এ্যাম্বেসেডর আব্দুল্লাহ ইবনে আরমান।