View Question 3874 views

Subject : সি.এন.জি অটোরিকশার অধিক ভাড়া আদায়ে জনমনে অসন্তোষ, এতে আপনার করনীয়।

Avatar

Written By : মোঃ গোলাম সারোয়ার

মাননীয় সাংসদ,

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার নির্বাচনী এলাকার সেনবাগে সি.এন.জি র ভাড়া অত্যধিক হারে বেড়েই চলছে।  তারমধ্যে উল্লেখ্য সেনবাগ বাজার থেকে সেনবাগ  রাস্তার মাথার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার কিন্তু এই স্বল্প দূরত্বে জনসাধারনকে ভাড়া গুনতে হচ্ছে জনপ্রতি ১৫ টাকা।  আবার সেনবাগ রাস্তার মাথা থেকে পাশের উপজেলা বেগমগঞ্জ এর দূরত্ব ১৫ কিলোমিটার যার জন্য ভাড়া গুনতে হয় জনপ্রতি ২০ টাকা।মাননীয় সাংসদ এ থেকে প্রতিয়মান হয় যে সেনবাগ বাজার থেকে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত সি এন জি তে অধিক ভাড়া আদায় হচ্ছে। এতে জনগন নিরবেই প্রতারিত হচ্ছে। এছাড়া কিছু অসাধু সি এন জি মালিক সমিতির সিন্ডিকেটের কারনে অন্যান্য রুট গুলোতেও অধিক ভাড়া আদায় করছে।  এতে জনমনে অসন্তোষ এর সৃষ্টি হচ্ছে।  এই অবস্থায় এসব অসাধু মহল যারা সিণ্ডিকেট করে অধিক পরিবহন ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে পরিবহন ভাড়া তথা সি এন জি অটোরিকশার ভাড়া নিয়ন্রনে আপনার হস্তক্ষেপ কামনা করছি।

ধন্যবাদ।  

 

Avatar

Written By : Morshed Alam -মোরশেদ আলম

Public

সি.এন.জি অটোরিকশার অধিক ভাড়া আদায়ে জনমনে অসন্তোষ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন ঐ এলাকার মোঃ গোলাম সারওয়ার। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মোর্শেদ আলম এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কম, নোয়াখালী ২ আসনের এ্যাম্বেসেডর আব্দুল্লাহ ইবনে আরমান।
 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/5f4638db1ee04897de6d0a6cb35b11d0987ae286): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56