Ambassador
View Question 2892 views
Subject : সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসক সংকট ও অচলাবস্থা নিরসনে আপনার করনীয়
Written By : abdul kadir
মাননীয় সংসদ সদস্য মহোদয়,
সংগ্রামী সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনি অবগত আছেন যে আপনার নির্বাচনী এলাকায় একমাত্র সরকারী হাসপাতাল সেনবাগ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স যেটি ৫০ শয্যা বিশিষ্ট। দীর্ঘ দিন যাবত ৫ লক্ষ মানুষের এই হাসপাতালে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, সরকারী ঔষুধ চুরি, বিকল যন্ত্রপাতি, এম্বুলেন্স সংকট ইত্যাদি সমস্যায় জর্জরিত। পরিসংখ্যান গত ভাবে এই হাসপাতালে ৩৩ জন ডাক্তার থাকার কথা থাকলে ও আছে মাত্র ৫ জন। ২৫ জন নার্স এর বিপরীতে আছে ১৬ জন। একমাত্র এক্সরে মেশিনটি ১৯৯৫ সাল থেকেই বিকল। এই হাসপাতালে একটি এম্বুলেন্স সচল থাকলে ও বাকি ২ টিই বিকল। সবচেয়ে খারাপ অবস্থা হাসপাতালের বেড গুলোতে। টয়লেট ও বেড গুলোতে জরাজীর্ণ অবস্থা। এতো মানুষের এই হাসপাতালের অচলাবস্থা নিরসনে আপনি উক্ত আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার করণীয় কি?
Written By : Morshed Alam -মোরশেদ আলম
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসক সংকট ও অচলাবস্থা নিরসন প্রসংগে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন ঐ এলাকার আব্দুল কাদির। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মোর্শেদ আলম এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কম, নোয়াখালী ২ আসনের এ্যাম্বেসেডর আব্দুল্লাহ ইবনে আরমান।