View Question 2331 views

Subject : আমতলী মেলা থেকে দক্ষিন অর্জুনতলা প্রবেশের প্রধান সড়কের বেহাল দশায় জনপ্রতিনিধি হিসেবে আপনার করনীয়

Avatar

Written By : hamidur rahman

শ্রদ্ধেয় সংসদ সদস্য মহোদয়,

আসসালামু আলাইকুম।জনাব দীর্ঘ ৯ বছর আমতলী মেলার সংলগ্ন দক্ষিন অর্জুনতলা প্রবেশের প্রধান রাস্তাটি বেহাল দশার কারনে জনগনের ভোগান্তি চরমে। রাজনৈতিক প্রতিহিংসা এবং গ্রুপিং এর কারনে আমরা সাধারণ জনগন আজ যোগাযোগ ব্যাবস্থায় অবহেলিত। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাফেরা এবং বিশেষ করে দক্ষিন অর্জুনতলা এবং বাবুপুরের এম এম চৌধুরি মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র ছাত্রীদের চলাচলের প্রধান সড়ক এটি। এই জরাজীর্ণ অবস্থার কারনে প্রতিদিন ঘটে অসংখ্য দূর্ঘটনা। অত্যন্ত দূঃখের সাথে বলতে হয় যে, অত্র এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে জনাব গোলাম কবির,জনাব ভিপি দুলাল, জনাব ভিপি মানিক, জনাব আমান উল্লাহ আমান  সহ আওয়ামীলীগ এর প্রভাবশালী নেতারা। এমপি মহোদয়এর নিকট আকুল আবেদন এইযে, উপরে উল্লেখিত নেতৃবৃন্দএর মাধ্যমে উক্ত রাস্তাটির বর্তমান অবস্ত্থা নজরে নিয়ে এসে আপনার উন্নয়নের জোয়ারের               এই রাস্তাটি  অংশীদার হতে পারলে আমরা জনসাধারন আপনার কৃতার্থ থাকব।

ধন্যবাদ