View Question 2414 views

Subject : ৩নং ডুমুরুয়া ১নং ওযার্ড পরিকোট পানির পাম্প থেকে পরিকোট মাদ্রাসা পর্যন্ত সড়ক পাকা করন প্রসঙ্গে।

Avatar

Written By : আবদুল হান্নান

মাননীয় সংসদ সদস্য,

আসাসালামু-আলাইকুম। আমার বাড়ি ডুমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পরিকোট গ্রামে। আমি একজন ছাত্রলীগ কর্মী। সেনবাগ থানায় বারবার স্থানিয় বা শহর এলাকার এমপি নির্বচিত হওয়াতে আমাদের উত্তর অঞ্চলের উনন্নয়ন একে বারে হয়নি। কিন্তু বর্তমানে আপনি এমপি হওয়ার পরে এই অঞ্চলের কিছু যায়গা উনন্নয়ন হয়েছে। কানকির হাট বাজার থেকে কুমিল্লা বক্সগঞ্জ বাজারে যাওয়ার রাস্তার কিছু কিছু জয়গা পাকা আবার কিছু মাঝখানে কাঁচা রেখে পাকা করা হয়েছে। যেমন  কানকির হাট থেকে পরিকোট পানির পাম্প পর্যন্ত পাকা হয়েছে। এরপর পানির পাম্প থেকে পরিকোট মাদ্রাসা পর্যন্ত কাঁচা রাস্তা। আবার পরিকোট মাদ্রাসা থেকে স্কুলের মাঠা পর্যন্ত পাকা। সামান্য যায়গার কারনে আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিঘ্নিত হচ্ছে। বৃস্টিতে অনেক কাদা হয়ে যায়। যার ফলে বাজার থেকে আমাদের অনেক বেশি ভাড়া দিয়ে বাড়িতে পৌছাতে হয়। অতত্রব, আপনার নিকট আকুল আবেদন আমাদের এই রাস্তার মাঝখানে যতটুকু কাঁচা রাস্তা রয়েছে তা অনতি বিলম্ভে পাকা করে এলাকার মানুষদের সুন্দর ও মনরম জীবন যাপনের ব্যবস্থা করে দিন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।