View Question 2743 views

Subject : পূর্ব আহাম্মদপুর( ৪নং কাদরা)থেকে জেলা সড়কের সংযাগ রাস্তা প্রসঙ্গে।

Avatar

Written By : আরমান

জনাব,  

আমরা আপনার নির্বাচিত এলাকা পূর্ব আহাম্মদপুরের অভাগা জনগণ। আমরা এতই অভাগা যে, যখন যে সরকার ই ক্ষমতায় আসে উন্নয়নের চোঁয়া আমাদের এলাকায় লাগে বললেই চলে। উক্ত এলাকা থেকে জেলা সড়কের দূরত্ব ২/২.৫ কি.মি হলেও রাস্তার এতই বেহাল দশা যে, এই স্বল্পদূরত্ব অতিক্রম করতে প্রায় ৪৫ মি. লেগে যায়। এমতাবস্থায়,  জেলা সড়ক সংযোগকৃত একটি রাস্তাহলেও পাকা করনে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টী আর্কষণ করছি। ধন্যবাদ।