View Question 1843 views

Subject : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকে না

Avatar

Written By : Abu Zafor

মাননীয় এমপি মহোদয়, 

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার (রফিকুল ইসলাম,এমবিবিএস)সকাল ১০ টা থাকে দুপুর ১ পযন্ত রুগী দেখার কথা ,কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা বলে ডাক্তার নাই দুপুর ২ টা নিউ সেন্টার হসপিটালে বসবে ,৫০০ টাকা ভিজিট,আমার প্রশ্ন উনি উনি প্রাইভেট চেম্বার রুগী দেখুক ,১০ টা থাকে ১ টা পযন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী দেখার পর।

এটার প্রতিকার চাই এমপি মহোদয়। 

বিনীত,

আবু জাফর