View Question 2590 views
Subject : দলীয় সমস্যার সমাধান চাই
Written By : Jahidul Islam Juwel
আসসালামু আলাইকুম।
আশাকরি ভালো আছেন।আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার মত একজন সংসদ সদস্য পেয়েছি।ইতিমধ্যে আপনি প্রমাণ করেছেন যে আপনি নোয়াখালী-৩ আসনের যোগ্য দাবিদার।আমি নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন।কমিটি পাওয়ার পরেও আজ পর্যন্ত আমরা অবহেলিত।ইউনিয়ন আওয়ামীলীগ কখনই আমাদের মুল্যায়ন করে নাই।
এ ব্যাপারে আপনার হস্তক্ষেপ আশা করছি।
ইতি
জাহিদুল ইসলাম জুয়েল
সিনিয়র সহ-সভাপতি
১০ নং নরোত্তমপপুর ইউনিয়ন ছাত্রলীগ।
Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন
জাহিদুল ইসলাম জুয়েল এর সাংগঠনিক বিষয়ক প্রশ্নটি আমি পেয়েছি।
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ তার সাংগঠনিক শক্তিমত্তা ও জাতির জনকের আদর্শের প্রচারক হিসেবে সংকটে সংগ্রামে বরাবরই অগ্রনী ভূমিক পালন করেছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক দূর্বলতা ও সম্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তোমার প্রশ্নটি পেয়ে আমি ১০ নং নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগকে নির্দেশ দিয়েছি, দলের ঐক্যবদ্ধতা ও সাংগঠিনিক ভীত শক্তিশালী করার জন্য ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে সমান ভাবে কাজ করার জন্য।
ধন্যবাদান্তে,
(মোঃ মামুনুর রশীদ কিরন)
সংসদ সদস্য
২৭০, নোয়াখালী-৩
বাংলাদেশ জাতীয় সংসদ