View Question 2608 views

Subject : কাঁচা রাস্তা প্রসঙ্গে

Avatar

Written By : Mohammad Saif Nipu

সম্মানিত এম পি মহাদয় সলাম গ্রহন করিবেন।

৯নং মিরওয়ারিশপুর ৪ নং ওয়ার্ড এর ছেলামের দোকান হইতে বুশের দোকান পর্যন্ত এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাপেরা করে, বর্ষাকালে জনগনের অনেক কষ্ট হয়, এই কাঁচা রাস্তাটি পাকা করে দিলে হাজারো জনগনের যাতায়াত সহজ হবে এবং তারা আপনার প্রতি কৃতক্ষতা প্রাকাশ করিবে, আপনার মতামত আশা করতেছি।

Avatar

Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন

Public

মাহাম্মদ সাইফ নিপু কে ধন্যবাদ, ০৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ রাস্তটি নিয়ে আমার এমপি ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্নটি উপস্থাপন করার জন্য
‘আমি প্রশ্নটি পেয়েই গ্রেটার নোয়াখালী প্রজেক্ট (ডিপিপি) তে রাস্তাটি অন্তর্ভূক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছি।

ধন্যবাদান্তে,

(মোঃ মামুনুর রশীদ কিরন)
সংসদ সদস্য
২৭০, নোয়াখালী-৩
বাংলাদেশ জাতীয় সংসদ