View Question 2565 views
Subject : বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কষ্ট লাঘবে রাস্তা পাকা করণ প্রসঙ্গে
Written By : আনোয়ারুল আজিম
মাননীয় এমপি মহোদয়,
প্রথমেই আমার সালাম গ্রহন করুন। আমি আপনার নির্বাচনী এলাকার বেগুমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের অন্তর্গত সোনাপুর গ্রামের একজন ভোটার। ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আপনি এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। আমরা শরিফপুরবাসী তাই আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এতো উন্নয়ন শর্তেও আমাদের এখানকার সোনাপুর নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে পূর্ব দিকে ব্যাপারী বাড়ী ( ন্যায্যমূল্য ) পর্যন্ত রাস্তা দিয়ে যাতায়াত করার সময় ছাত্রছাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে । রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টি হলে হাঁটু পরিমাণ কাঁদা জমে চলাচলে বিঘ্ন ঘটায়। এই কাঁচা রাস্তা দিয়ে বর্ষা মৌসুমে চলাচল করা কষ্টকর। বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যায়। ফলে উক্তসময়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া দুর্বহ হয়ে পড়ে। বিগত বিএনপি-জামাত জোটের আমলে রাস্তাটি উন্নয়নের সুযোগ তৈরি হলেও চরম দুর্নীতির কারণে এর উন্নয়ন সম্ভব হয়নি। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই রাস্তাটি যথাসময়ে শুধুমাত্র ইট সলিং এর বেবস্থা না করে যেন পাকা করা হয়। এতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
বিনীত,
আনোয়ারুল আজিম
Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন
ধন্যবাদ আনোয়ারুল আজিম কে আমার এমপি ওয়েবসাইটে ১৫ নং শরিফপুর ইউনিয়নের নুরুল ইসলমা উচ্চ বিদ্যালয়ের পাশে জনগুরুত্বপূর্ণ রাস্তটি নিয়ে প্রশ্ন উপস্থাপন করার জন্য আমার নির্বাচনী এলাকা নোয়াখালী-৩, বেগমগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়নের রাস্তাঘাট ব্রীজ কালভার্টসহ সকল অবকাঠামো নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকান্ড চলমান। আপনার প্রশ্ন করা রাস্তাটি ইতোমধ্যে সলিং এর টেন্ডার হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের যে সামগ্রীক উন্নয়ন কর্মকান্ড চলমান তারই ধরাবাহিকতায় আগামীতে উল্লেখিত রাস্তাটি পাকা করণের ব্যবস্থা গ্রহণ করব।
ধন্যবাদান্তে,
(মোঃ মামুনুর রশীদ কিরন)
সংসদ সদস্য
২৭০, নোয়াখালী-৩
বাংলাদেশ জাতীয় সংসদ