View Question 2185 views

Subject : রাস্তা মেরামত প্রসঙ্গে।

Avatar

Written By : Jahidul Islam Juwel

আসসালামু আলাইকুম।

আশাকরি ভালো আছেন।

আমি নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা।নরোত্তমপুর কাঠের পুল দিয়ে আমাদের যাতায়াত।কাঠের পুল থেকে পন্ডিত বাজার পর্যন্ত পাকা সড়কটি তৈরির পর থেকে আজ পর্যন্ত মেরামত হয় নি।২০০৮ সালে রাস্তাটি নির্মাণ হয়।এরপরে এই রাস্তায় একটু মেরামতও হয় নি।নরোত্তমপুর বাসীর প্রাণের দাবী এ রাস্তা যাতে অতি শীঘ্রই মেরামত হয়।এ ব্যাপারে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

ইতি

নরোত্তমপুর বাসীর পক্ষে

জাহিদুল ইসলাম জুয়েল

সিনিয়র সহ-সভাপতি

১০ নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগ