View Question 2199 views

Subject : জন-দুর্ভোগকৃত রাস্তা পাকাকরন প্রসঙ্গে

Avatar

Written By : Md. Habibur Rahman Mohan

মাননীয় এম পি মহোদয়,

আমি নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত  ১৫নং শরিফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আপনি এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। আমরা শরীফপুর বাসী তাই আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এত উন্নয়ন সত্তেও আমাদের এখানকার  সাবেক নিশিকান্ত রোড বর্তমান হাজী কালামিয়া বাড়ী ( বসুরহাট থেকে কালুর দোকান ) রোডটি অত্তান্ত জনবহুল রোড। এই রোডটি দিয়ে প্রতিদিন অত্র এলাকা তথা ইউনিয়নের উত্তর পূর্বাঞ্চলের লোকজন জেলাশহরে আসার জন্য সংযোগ সড়ক হিসেবে ব্যবহার করে আসিতেছে। মহোদ্বয় দুঃখের বিষয় এই যে, অত্র রোডটি বর্তমানে চলাচলের একদম অনুপযোগী। বর্ষার মৌসূমে রোডটির অধিকাংশ জায়গায় কোমর পর্যন্ত পানি থাকে। ফলে নিকটস্থ দুইটি মাদ্রাসায় ছাত্র ছাত্রী চলাচলে দারুণ অসুবিধার সম্মুখীন হয় এবং দীর্ঘদিন জনগণ পানিবন্দী থাকতে হয়। তাই অতীব জরুরীভাবে রাস্তাটি পাকাকরন অনস্বীকার্য। এক্ষেত্রে মহোদয়ের একান্তত সু-দৃষ্টি কামনা করিতেছি।

 

বিনীত,

মোঃ হাবিবুর রহমান মোহন