View Question 2086 views

Subject : জয়কৃষ্ণপুরে রেললাইন সংলগ্ন রাস্তার কাজ প্রসংঙ্গে

Avatar

Written By : Farid Ahammad Tanvir

আসসালামুআলাইকুম, আশা করি ভালো আছেন। জনাব, আপনি যখন প্রবাসি আবদুল হাই সাহেবের ছেলের বিয়েতে জয়কৃষ্ণপুর আসছিলেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তাটি সি সি ঢালাই করে দিবেন। এলাকার বয়স্করাও কয়েকবার আপনার সাথে দেখা করে বিষয়টি নিয়ে অনুরোধ করেছেন। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলো ভাই, এবং নব নির্বাচিত মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ ভাই ও রাস্তাটি সি সি ঢালাই হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আসছেন। কিন্তু ৩.৫০ মিটারের এই রাস্তা ১০০ মি. কাজ হবে শুনে এলাকার বাসিন্ধারা হতাসায় ভুগছেন এবং আমরা যারা ছাত্রলীগ, যুবলীগের কর্মী আমাদের কে ভিবিন্ন তিরস্কার মুলক কথা শুনতে হচ্ছে!! মহোদয় আপনি আমাদের বহুদিনের এই প্রত্যাশাকে এবং আপনার প্রতিশ্রুতিটাকে আমরা যারা সাধারন মানুষের কাছে গর্ভের সাথে প্রচার করেছি আমাদের সম্মানের কথা ভেবে হলেও ৩৫০ মিটারের এই রাস্তা সিসি ঢালাই সম্পুর্ন করে দিলে পরবর্তি নির্বাচনে আমারা যেন মাথা উচু করে আপনার জয়গান গাইতে পারি সে জন্য আপনার দৃষ্টি আকর্ষন করছি! এলাকাবাসীর পক্ষে:- তানভীর