View Question 1887 views

Subject : জয়কৃষ্ণপুর রেইললাইন সংলগ্ন রাস্তা সি সি ডালাই করন

Avatar

Written By : Farid Ahammad Tanvir

জনাব

আপনার প্রতিশ্রুতি কৃত জয়কৃষ্ণপুরের রেইললাইনের পাশের রাস্তাটি এই বছর সিসি ঢালাই করার কথা ছিলো। বিষয়টি আলমগীর কবির ভূইঞা আলো ভাই, মোয়াজ্জেম হোসেন সোহাগ ভাই সহ একাধিক বিশ্বস্থ সূত্র নিশ্চিত করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। এলাকায় দলিয় নেতা কর্মীরা মুখ দেখাতে কষ্ট হচ্ছে কারন আমাদের নেতার প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছেনা। এলাকার মানুষ নব-নির্বাচিত মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ ভাইকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এমপি মহোদ্বয়ের সাথে কথা বলবেন বলে আশস্থ করেন। তিনি গত ৩ মাস থেকেই বলে আসতেছেন যে রাস্তাটির প্রকল্প পাশ হয়েছে সহসাই কাজ শুরু হবে। কিন্তু কোন প্রকার কাজ হচ্ছে না!

এমতাবস্থায় দলেন ভাবমূর্তি রক্ষার্তে রাস্তাটির সিসি ঢালাই করনের ব্যপারে মহোদ্বয়ের হস্তক্ষেপ কামনা করছি!