View Question 3080 views
Subject : আমানউল্লাহপুর জনদুর্ভোগ
Written By : MD. Mizanur Rahaman
মাননীয় সংসদ সদস্য, আপনার সংসদীয় এলাকা বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নের মোহাম্মাদপুর-কোয়ারিয়া গ্রামের মানুষ চরম ভোগান্তিতে বসবাস করছে। নোয়াখালী খালের ওপর নির্মিত একটি ব্রিজ ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্মিত মানহীন একটি রাস্তাই এই দুর্ভোগের কারণ। ইউনিয়নের পেট্রোল পাম্প অঞ্চল দিয়ে কোয়ারিয়া হয়ে চলে যাওয়া এই রাস্তাটি নির্মাণ করার কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়ে। বর্তমানে এই সড়কের অবস্থাই এতটাই বেহাল যে রিক্সা নিয়েও চলাচল করা বেশ দুরহ। কিছু কিছু যায়গায় ১-২ ফুট গভীর গর্তেরও সৃষ্টি হয়েছে। রাস্তা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় প্রচুর লাল ধুলা সৃষ্টি হয় এই রাস্তা থেকে। ফলে স্বাস্থ্যঝুঁকিতেও আছে এখানকার বাসিন্দারা। সেই সঙ্গে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়াও বেশ কষ্টসাধ্য ব্যপার হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু, ব্রিজটিও এক দিকে হেলে আছে অনেক কয়েক বছর ধরে। যে কোনও সময়েই এই ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এসব দিকে কোনও খেয়ালই নেই স্থানীয় সরকারের। এই সংসদীয় আসন থেকে ইতিপূর্বে যতজন সাংসদ নির্বাচিত হয়েছে তার কেউই এই এলাকার দিকে সুনজর দেননি। বিনীত নিবেদন, মাননীয় এমপি, আপনি আমাদের এই এলাকার দিকে সুনজর দেবেন। আমাদের এই ব্রিজটি ও রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।
Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন