View Question 3176 views

Subject : আমানউল্লাহপুর জনদুর্ভোগ

Avatar

Written By : MD. Mizanur Rahaman

মাননীয় সংসদ সদস্য, আপনার সংসদীয় এলাকা বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নের মোহাম্মাদপুর-কোয়ারিয়া গ্রামের মানুষ চরম ভোগান্তিতে বসবাস করছে। নোয়াখালী খালের ওপর নির্মিত একটি ব্রিজ ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্মিত মানহীন একটি রাস্তাই এই দুর্ভোগের কারণ। ইউনিয়নের পেট্রোল পাম্প অঞ্চল দিয়ে কোয়ারিয়া হয়ে চলে যাওয়া এই রাস্তাটি নির্মাণ করার কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়ে। বর্তমানে এই সড়কের অবস্থাই এতটাই বেহাল যে রিক্সা নিয়েও চলাচল করা বেশ দুরহ। কিছু কিছু যায়গায় ১-২ ফুট গভীর গর্তেরও সৃষ্টি হয়েছে। রাস্তা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় প্রচুর লাল ধুলা সৃষ্টি হয় এই রাস্তা থেকে। ফলে স্বাস্থ্যঝুঁকিতেও আছে এখানকার বাসিন্দারা। সেই সঙ্গে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়াও বেশ কষ্টসাধ্য ব্যপার হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু, ব্রিজটিও এক দিকে হেলে আছে অনেক কয়েক বছর ধরে। যে কোনও সময়েই এই ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এসব দিকে কোনও খেয়ালই নেই স্থানীয় সরকারের। এই সংসদীয় আসন থেকে ইতিপূর্বে যতজন সাংসদ নির্বাচিত হয়েছে তার কেউই এই এলাকার দিকে সুনজর দেননি। বিনীত নিবেদন, মাননীয় এমপি, আপনি আমাদের এই এলাকার দিকে সুনজর দেবেন। আমাদের এই ব্রিজটি ও রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

Avatar

Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নে বেহাল রাস্তা ও ব্রিজে জনদুর্ভোগ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মোঃ মামুনুর রশিদ কিরণ। এমপির কাছে ঐ এলাকার মোঃ মিজানুর রহমান রাস্তা ও ব্রিজ নিয়ে আমানউল্লাহপুর ইউনিয়নের মোহাম্মাদপুর-কোয়ারিয়া গ্রামের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। মামুনুর রশিদ এক ভিডিও বার্তার মাধ্যমে এর জবাব দেন।   আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/7f0df22032f6b12dcb3c4c0d18fbb957ffe08809): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56