View Question 3463 views

Subject : লালপুর চৌকিদার বাড়ী সংলগ্ন ব্রীজ ও লালপুর মসজিদ সড়ক পাকা করণ প্রসঙ্গে

Avatar

Written By : Abdul Motaleb

মাননীয় সংসদ সদস্য নোয়াখালী ০৩ (মো:মামুনুর রশিদ কিরন) বিষয়: লালপুর চৌকিদার বাড়ী সংলগ্ন ব্রীজ ও লালপুর মসজিদ সড়ক পাকাকরন প্রসঙ্গে। এই যে, আমরা ৯ নং মিরওয়ারিশ পুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড লালপুরের বাসিন্দা বিগত ২০ বছর যাবত লালপুর মসজিদ সড়কটির বেহালদশা ব্রীজ টি ও নিচের অংশ দিয়ে রড গুলি ঝুলে আছে, এমতাবস্থায় ব্রীজের উপর দিয়ে ভয়ে কোন গাড়ী উঠে না।রাস্তা দিয়ে কোন রিক্সা চলাচল ও উপযোগী নয়, অনেক মানুষ রাস্তা হাটতে গিয়ে আহত হয়েছেন। ফজর নামাজের সময় চলাচল করতে গিয়ে কয়েক জন মরুব্বীর পা ভেঙ্গে গেছে। ব্রীজ ও রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ আমিশাপাড়া ও বজরা বাজার চলাচল করে তাই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। রাস্তা ও ব্রীজ করে দিবেন বলে ১/১১ সৃষ্টি এক জন নেতার বাড়ীতে আমাদের গ্রামের ১/২ জনের প্ররোচনায় লোক জন নিয়ে ছিল এবং কিছু দিন পর ঐ নেতা ব্রীজটির উপরে দাঁড়িয়ে রাস্তা করার চেষ্টা করবেন বলে ছিলেন, কিন্তু রাস্তা হল না। আপনার আগে ও বারবার এম,পি ছিল একজন, কিন্তু আমাদের গ্রামে তথা ইউনিয়নে ও তার অবদানে কোন রাস্তা হয়নি। এমনকি মাননীয় এম,পি আপনার মাধ্যমে ও প্রায় আড়াই বছর থেকে বারবার রাস্তা ও ব্রীজটি হবে আশ্বাস পেয়ে ও হল না,তাই লোকজন অনেক কথা বলাবলি করে। এতএব, মাননীয় এম,পি মহোদয়ের প্রতি আকুল আবেদন, লালপুর চৌকিদার বাড়ী সংলগ্ন ব্রীজ ও লালপুর মসজিদ সড়ক টি জরুরি ভিত্তিতে পাকাকরনের ব্যবস্থা নিলে, আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবো। নিবেদক আবদুল মোতালেব(পাপ্পু) মিরওয়ারিশপুর,বেগমগন্জ।

Avatar

Written By : Md. Mamunur Rashid Kiron -মোঃ মামুনুর রশীদ কিরন

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে এক ভোটারের প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মোঃ মামুনুর রশিদ কিরণ।  মিরওয়ারিশপুর,বেগমগন্জের  আবদুল মোতালেব লালপুর চৌকিদার বাড়ী সংলগ্ন ব্রীজ ও লালপুর মসজিদ সড়কের বেহাল দশা এমপির কাছে তুলে ধরেন। এমপি মামুনুর রশিদ এক ভিডিও বার্তার মাধ্যমে এর জবাব দেন।