View Question 3391 views

Subject : হাতিয়ার নদীভাঙ্গন প্রতিকার প্রসঙ্গে

Avatar

Written By : Md jami islam rocky

আমি সর্ব প্রথম হাতিয়ার জনগনের সরাসরি ভোটে নির্বাচিত সাংসদ জনাবা আয়েশা ফেরদাউস এমপিকে হাতিয়ার ৬ লক্ষ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক  অভিনন্দন জানাচ্ছি।

২০১৪ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে আমার হাতিয়ার এমপি অনেক ধরনের উন্নয়ন করেছেন।বিশেষ করে স্কুল, কলেজ, রাস্তাঘাট,কালবার্ট,সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন মুলক কাজ করেছেন।তার জন্য আমি হাতিয়াবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।ইতিমধ্যে মাননীয়  এমপি হাতিয়াকে জাতীয় বিদুৎ গ্রীডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করছেন।

কিন্তু হাতিয়া একটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি জনবহুল দ্বীপ। এই দ্বীপের মানুষের প্রধান সমস্যা নদীভাঙ্গন ও বিদুৎ ঘাটতি। হিংস্র মেঘনার কবলে হাতিয়া প্রায়১১০০ বর্গকিলোমিটার থেকে ৮০০বর্গকিলোমিটার আয়তনে এসে পড়েছে।খুব শীঘ্রইপদক্ষেপ না নিলে পুরো হাতিয়া মেঘনার কবলে বিলিন হয়ে যাবে।   ইতিমধ্যে মাননীয়  এমপি মহোদয়  বিদুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছেন।

আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে জানতে চাই হাতিয়ার নদী ভাঙ্গন রোধে কবে, কখন কোন পদক্ষেপ নিবেন কিনা?